পাকিস্তানে বিক্ষোভ, মৃত ১০, ২৫০র বেশি আহত

Spread the love

নতুন পাশ হওয়া আইনে একটি ধারা বাদ পড়েছে। এই ইস্যুতে জটিল হয়ে উঠেছে পাকিস্তান পরিস্থিতি। জঙ্গিরা ৩ সপ্তাহ ধরে বন্ধ করে রেখেছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির ব্যস্ততম রাজপথ। আইনমন্ত্রী জাহিদ হামিদকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানিয়ে রাস্তা বন্ধ রেখেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ জন মারা গিয়েছে, আহত ২৫০ র বেশি।
আন্দোলনকারীদের হঠানোর জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী গতকাল জলকামান, কাঁদানে গ্যাস দিয়ে ও লাঠিচার্জ করে, কিন্তু তাতে কাজ হয়নি বিশেষ। আন্দোলনকারীদের দখলে ইসলামাবাদের বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির মূল ফটকে দরজায় বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দিয়েছে। ক্ষমতাসীন পিএমএল-নওয়াজের এক জনপ্রতিনিধি মধ্যস্থতা করতে এসে মার খেয়েছেন। সংবাদমাধ্যমের ওপরে হামলা চলেছে, অনেক ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই বিক্ষোভ ইসলামাবাদ থেকে ছড়িয়ে পড়েছে করাচি, হায়দরাবাদ, লাহোর, গুজরাট, গুর্জনওয়ালা, ফয়জলাবাদ ও পেশোয়ারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*