দ্রুত ব্যবস্থা না নিলে কালো তালিকাভুক্ত, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি FATF-এর

Spread the love

প্যারিস, 18 অক্টোবর : এ যাত্রায় বেঁচে গেল পাকিস্তান। ইসলামাবাদকে কালো তালিকাভুক্ত করলো না ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)। তবে সন্ত্রাসবাদে অর্থের জোগানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে চার মাসের সময়সীমা বেঁধে দিয়েছে FATF। এর মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি ৷

প্রসঙ্গত, সন্ত্রাসবাদে অর্থ জোগান রুখতে, আর্থিক নয়ছয় ও বিশ্ব অর্থনীতিতে নানা সংকটজনক পরিস্থিতি খতিয়ে দেখতে ১৯৮৯ সালে FATF প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয়। পরে পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলার পর নড়েচড়ে বসে পাকিস্তান। ন্যাশানাল অ্যাকশন প্ল্যান চালু হয়। এরপর ২০১৫ সালে ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু, ২০১৮ সালে ফের তাদের ধূসর তালিকাভুক্ত করা হয় ৷ চলতি বছর অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সময় দেয়। পাশাপাশি সতর্কবার্তা ছিল, প্রয়োজনীয় পদক্ষেপ করতে না পারলে কালো তালিকাভুক্ত করা হতে পারে। আর তা করা হলে চরম সংকটে পড়তো ইসলামাবাদ। বন্ধ হয়ে যেত আন্তর্জাতিক অনুদান।

ইতিমধ্যে আর্থিকভাবে জর্জরিত পাকিস্তানের অবস্থা আরও খারাপ হত বলেই মত কূটনৈতিক মহলের। ইসলামাবাদকে কালো তালিকাভুক্ত করা হবে কি না তা নিয়ে প্যারিসে FATF-র শীর্ষ বৈঠকে আলোচনা হয়। বৈঠকে FATF জানায়, লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংস্থাগুলিকে রুখতে ২৭টির মধ্যে মাত্র পাঁচটি শর্ত পূরণ করেছে ইমরান খান প্রশাসন। আধিকারিকের মতে, পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার বিপক্ষে ছিল চিন, মালয়েশিয়া, তুরস্ক ৷ তবে শর্ত পূরণের ক্ষেত্রে প্রায় কিছুই না করায় পাকিস্তানকে ধূসর তালিকায় রাখার পক্ষেই মত দেয় সব পক্ষ ৷

শেষপর্যন্ত চলতি বৈঠকে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করেনি FATF ৷ তবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শর্তগুলি পূরণ না করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। FATF-র সভাপতি জিয়ানগমিন লিউ বলেন, জঙ্গি দমনে পাকিস্তানকে আরও কাজ করতে হবে ৷ আর তা দ্রুত করতে হবে ৷ যদি ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তান উল্লেখযোগ্য অগ্রগতি করতে না পারে তাহলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে ৷ ইরানের ক্ষেত্রেও একই ভাষা প্রয়োগ করেছিল FATF ৷ পরে তাদেরও কালো তালিকাভুক্ত করা হয়েছিল ৷ তাই আপাতত বেঁচে গেলেও পাকিস্তানের সামনে কালো তালিকাভুক্ত হওয়ার খাঁড়া ঝুলছেই বলে মত কূটনৈতিক মহলের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*