আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে একটি রাস্তার পাশে বোমায় রবিবার তিনজন সৈন্য নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানান।
উত্তর ওয়াজিরস্তানে গোলাম খান গ্রামে বোমা হামলা হয়, যেটা দেশটির সাতটি আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল, যেখানে পাকিস্তানি তালিবানরাও হিংসাত্মক ঘটনা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা বলেন, আধা-সামরিক বাহিনীর সৈন্যরা এলাকাটিতে তল্লাশি চালাচ্ছে এবং বোমা অনুসন্ধান করছে।
স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা ঘটনা এবং হত্যাকাণ্ড নিশ্চিত করেছেন। এলাকাটিতে একটি কারফিউ জারি করা হয়েছে বলে কর্মকর্তারা জানান এবং বোমাটি লাগানো সন্দেহভাজন মিলিটান্টকে অনুসন্ধান করছে নিরাপত্তা বাহিনীর স্বার্থে। এই বোমা বিস্ফরণের দায় এখনো পর্যন্ত কোনো সংগঠণ নেয়নি তবে তালিবান জঙ্গিরা অতীতে অনেক ধরনের আক্রমণ করেছে।
Be the first to comment