বিশেষ প্রতিনিধি,
প্রাক্তন প্রধান বিচারপতি নাসিরুল মুলককে আগামী নির্বাচন পর্যন্ত পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হল৷ সোমবার এই ঘোষণা করা হয়েছে৷ স্থানীয় সংবাদপত্র অনলাইন ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের বিরোধী দলনেতা খুরশিদ শাহ। এরপরেই এই ঘোষণা করা হয়৷
যৌথ সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের স্পিকার আয়াজ সাদিকও। আব্বাসি বৈঠকে বলেন, কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে অনেকের নাম উঠে এসেছে৷ প্রতিটি নাম আলোচনা করার পরেই সর্ব সম্মতিতে নাসিরুল মুলকের নাম ঘোষণা করা হয়৷ তিনিদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজ করবেন বলে আশা প্রকাশ করেন আব্বাসি৷
গত ২২ মে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম প্রকাশ করার কথা থাকলেও দুদলের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় গত এক সপ্তাহ ধরে পাকিস্তানে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়৷
Be the first to comment