১০০ যাত্রী নিয়ে করাচিতে ভেঙে পড়লো পাকিস্তান এয়ারলাইন্সের বিমান

Spread the love


পাকিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান আজ করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ভেঙে পড়েছে। বিমানে ক্রিউ ও যাত্রী-সহ মোট ১০৭ জন ছিলেন বলে জানা গেছে সংবাদমাধ্যমের রিপোর্টে। বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।

দেশের ব্যস্ততম বিমানবন্দরের কাছে মডেল কলোনির কাছে ভেঙে পড়ে বিমানটি। প্রসঙ্গত এই মডেল কলোনি জনবহুল এলাকা বলে জানা গেছে। তবে মোট হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

শুক্রবার সকালে ১০৭ জন যাত্রী ও ক্রিউ নিয়ে লাহোর থেকে করাচি যাচ্ছিল এ-৩২০ এয়ারবাসটি। অবতরণের ঠিক আগে দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের অসামরিক পরিবহণ মন্ত্রকের মুখপাত্র আবদুল সাত্তার কোখর জানিয়েছেন, ‘বিমানে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রিউ সদস্য ছিলেন।’

উদ্ধারকাজে সাহায্যে পাকিস্তানি সেনার কুইক রিয়াকশন ফোর্স এবং পাকিস্তান রেঞ্জার্সের সিন্ধ বিভাগের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছেন। টুইটে এমনই জানিয়েছেন পাক সেনাবাহিনীর মুখপাত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*