আত্মঘাতী হামলার সাক্ষী হয়ে রইলো পাকিস্তানের বালুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশ ৷ শুক্রবার সকালে ও বিকেলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানে দুটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২০ জন। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ৷ বিকেলে বেলুচিস্তানের মাস্তাং এলাকার আত্মঘাতী বোমা হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নেতা ও প্রার্থী নওয়াবজাদা সিরাজ রায়সানিসহ ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন। এর আগে সকালে খাইবার পাখতুনখাওয়ায় প্রদেশে মুখ্যমন্ত্রী আকরাম খান দুরানির গাড়ি হামলার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী সুস্থ থাকলেও সেই হামলায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন।
উল্লেখ্য বৃহস্পতিবার রাতেও বিএপির আরেকটি সমাবেশে হামলায় দুজন আহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হায়দার আলী শিকহ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিকেলে বিএপির নেতা নওয়াবজাদা সিরাজের ওই নির্বাচনী সমাবেশকে উদ্দেশ্য করেই আত্মঘাতী হামলা করা হয়েছে বলে জানা যায়। নিহত সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রায়সানির ছোটো ভাই। আহতদের মাস্তাংয়ের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বছরের মার্চ মাসে বিএপি গঠিত হয়।
Be the first to comment