পাকিস্তানের নির্বাচনী সভায় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩২, জখম ১৮০

Spread the love

পাকিস্তানের বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় নির্বাচনী সভায় জঙ্গি হামলায় অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ১৮০ জন। বালোচিস্তান আওয়ামি পার্টির প্রার্থী নবাবজাদা সিরাজ রাইসানিও আত্মঘাতী হামলায় মারা গিয়েছেন। সিরাজ রাইসানি বালোচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই। কোয়েটার ৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাস্তাং এলাকায় নির্বাচনী সভায় এই হামলা হয়। একটি বড় প্যান্ডেলে তিনি সভা করছিলেন। বিস্ফোরণ হয় সেখানেই। মারা যান ১২৮ জন, আহত ১৫০ জন।খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকায় মুত্তাহিদা মজলিশ ই আমলের প্রার্থী আক্রম খান দুরানির কনভয়েও মোটরসাইকেল বোমায় আত্মঘাতী হামলা হয়। তিনি বেঁচে গেলেও মৃত্যু হয় ৪ জনের, আহত হন ৩০ জন। নিষিদ্ধ তেহরিক তালিবানের ‘গাজি ফোর্স অফ লাল মসজিদ’ আত্মঘাতী হামলার দায় নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*