গ্রামের প্রশাসনিক চাঁইদের নির্দেশে এক সঙ্গে চার তুতো ভাইবোনকে গুলি করে মারা হলো পাকিস্তানে। পারিবারিক সম্মান রক্ষার্থে এই অনার কিলিং-এর ঘটনা নিয়ে হইচই শুরু হয়েছে।
ঘটনাটি শুক্রবারের। উত্তর পশ্চিম পাকিস্তানে আপার কোহিস্তানে। কোহিস্তানের এক পুলিশকর্তা রাজা আবদুল সাবুর জানিয়েছেন, নিহতদের বয়স ১৮ থেকে ২১-এর মধ্যে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে বাড়ির লোকের ধারণা হয়েছিল। বিষয়টি গ্রামের বিচারসভায় নিয়ে আসা হয়। সেখানেই ঠিক হয় এই চার তরুণ-তরুণীকে গুলি করে মারা হবে। সেই মতো তাদের এক জায়গায় নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলা হয়।
রক্ষণশীল ইসলামিক দেশ পাকিস্তানে প্রতি বছর গড়ে এক হাজারটি অনার কিলিং হয়। নিহতদের অধিকাংশই মহিলা। ২০১২ সালে একটি বিয়েবাড়িতে পাঁচ তরুণীকে সম্মান রক্ষার জন্য গুলি করে মারে তাদেরই পরিবারের লোকেরা। কারণ, বিয়েবাড়িতে ছেলেরা নাচছিল ও ওই মেয়েরা তাদের উৎসাহিত করছিল।
Be the first to comment