ভারত প্রবল প্রত্যাঘাত করবে এই ভয়ে কাঁপছে পাকিস্তান, অসহায় আস্ফালন পাক মন্ত্রীদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পাক অধিকৃত কাশ্মীরে (PoK) জঙ্গি অনুপ্রবেশ ও হামলার ষড়যন্ত্রে বড়সড় তথ্য সামনে এল। ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, ওই অঞ্চলে ৪২টি জঙ্গি লঞ্চপ্যাড চিহ্নিত করা হয়েছে, যেখানে মোট প্রায় ১৫০ জন জঙ্গি এবং কমপক্ষে ২৫ জন অভিজ্ঞ কমান্ডার আশ্রয় নিয়েছে।গোয়েন্দাদের দাবি, এই সমস্ত লঞ্চপ্যাডে জঙ্গিরা পাকিস্তান সেনার প্রত্যক্ষ মদতে প্রশিক্ষণ পাচ্ছে । একটি নির্দিষ্ট লঞ্চপ্যাডে পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ৭ জন জঙ্গি পালিয়ে গিয়েছে , যা চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, জঙ্গিরা যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল তা অত্যন্ত উন্নত মানের, যা সাধারণত সেনা বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর ব্যবহারেই দেখা যায়।

এক প্রত্যক্ষদর্শী বলেন- “জঙ্গিরা যেন আগে থেকেই জানত কোথায় কারা থাকবে, কাকে গুলি করতে হবে। ঠান্ডা মাথায় তারা একে একে গুলি করে পাহাড়ি ঢালে মিলিয়ে যায়।”
ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর-এই মুহূর্তে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে ডিজিটাল ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে। বলা হচ্ছে, যেকোনো সময়ই হতে পারে বড়সড় সেনা অভিযান। ভারতীয় তিন বাহিনী-স্থল, নৌ ও বায়ুসেনা-কে সতর্ক থাকতে বলা হয়েছে।
এই অভিযান হতে পারে সার্জিকাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের আদলে, যা অতীতে ২০১৬ ও ২০১৯-এ দেখা গিয়েছিল। আর সেই আতঙ্কে ইতিমধ্যেই পাকিস্তান কাশ্মীর বর্ডার এরিয়ায় তাঁদের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেট F-16 উড়িয়ে নজরদারি শুরু করেছে বলে খবর প্রকাশ করেছে টাইমস নাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*