পাকিস্তানকে কড়া বার্তা দিতে একাধিক দেশের সঙ্গে বৈঠক করলেন বিদেশসচিব

Spread the love

ছবি- (এএনআই)

আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চিনসহ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করলো ভারত। সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা প্রসঙ্গে আলোচনা হয়েছে।


এদিন সাউথ ব্লকে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, ব্রিটেন, ক্যানাডা, ইজরায়েল, সুইডেন, বাংলাদেশ, জার্মানি, ইট্যালি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিদেশসচিব বিজয় গোখলে। সূত্রের খবর, সেখানে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জইশ-ই-মহম্মদের ভূমিকা তুলে ধরা হয়েছে।

বিদেশসচিব জানান, পাকিস্তান জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্য প্রদান করছে। মাসুদ আজহারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের কাছে দাবি জানানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*