পাকিস্তানের সেনাক্যাম্পে শনিবার রাতে আত্মঘাতী হামলায় ১১ সেনা নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। সেনাক্যাম্পটি পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়াতের সোয়াত জেলায়। এই সোয়াত জেলাকে বলা হয় পাকিস্তানের সুইজারল্যান্ড। সুন্দর এই নৈসর্গিক জায়গায় সেনাক্যাম্প করেছে পাকিস্থান। কিন্তু জঙ্গী সংগঠনগুলি সেই জায়গাতেও তাদের রক্তচক্ষু নিয়ে হাজির হয়েছে এবং সেনাদের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় ঘটনাস্থলেই ৩ সেনা নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও ৮ জন। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান-পাকিস্তান নামে জঙ্গী সংগঠন। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) সূত্রে খবর, এদিন হামলার শিকার হয় পাক আর্মির স্পোর্টস ইউনিট। বিস্ফোরণের পরপরই সোয়াতের ওই এলাকা ঘিরে ফেলা হয়।
Be the first to comment