
রোজদিন ডেস্ক, কলকাতা:- জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। অন্যদিকে, পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে।
সপ্তাহের দ্বিতীয় দিনের জঙ্গি হানা নিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘আমি হতবাক। নিন্দার কোনও শব্দই যথেষ্ট নয়। নিহতর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি আমার সহকর্মী সাকিনা ইটুর সঙ্গে কথা বলেছি। তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা দেখতে হাসপাতালে চলে গিয়েছেন। আমি অবিলম্বে শ্রীনগরে ফিরব।’
মঙ্গলবার অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। ঘটনায় আহত হয়েছেন একাধিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ সমস্ত পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়েছে।
এদিকে হামলার পরপরই পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে। কয়েক মাস পরই শুরু হবে অমরনাথ যাত্রা। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে পর্যটকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
I’m shocked beyond belief. This attack on our visitors is an abomination. The perpetrators of this attack are animals, inhuman & worthy of contempt. No words of condemnation are enough. I send my sympathies to the families of the deceased. I’ve spoken to my colleague @sakinaitoo…
— Omar Abdullah (@OmarAbdullah) April 22, 2025
Be the first to comment