
রোজদিন ডেস্ক, কলকাতা:- পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি এলাকায় এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। এই হামলার পালটা জবাব দিয়েছে ভারত।জবাবি হামলায় ৪ থেকে ৫ জন পাকসেনা ও অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ধ্বংস করে দেওয়া হয়েছে পাক সেনার একাধিক বাঙ্কার।সেনার তরফে জানা যাচ্ছে, মঙ্গলবার দিনভর গোলাগুলির লড়াইয়ে উত্তপ্ত ছিল কৃষ্ণাঘাঁটি। এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় বেশ কয়েকজন জঙ্গি। ভারতীয় সেনাকে গোলাগুলির লড়াইয়ে ব্যস্ত রেখে, জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। তবে পালটা জবাব দেয় নাঙ্গি টেকরি ব্যাটালিয়নের জওয়ানরা। অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি পাক সেনাকে কড়া জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফে। সূত্রের খবর, ভারতীয় সেনার পালটা জবাবে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানি বাঙ্কার। পাশাপাশি ৪ থেকে ৫ জন পাক সেনা ও অনুপ্রবেশকারীদের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের তরফে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অনুপ্রবেশের চেষ্টাও বেড়েছে ব্যাপকভাবে। যদিও কড়া হাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে ভারতীয় সেনা।
Be the first to comment