গায়িকা পালক মুচ্ছলের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার এক অধ্যাপক

Spread the love

জনপ্রিয় গায়িকা পালক মুচ্ছলের সঙ্গে তিনি দেখা করতে চান ৷ আর সেকারনেই অজানা নম্বর থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছিল বলিউডের সঙ্গীত শিল্পীর কাছে ৷ আসতে থাকে এসএমএসও ৷ যদিও পালক প্রথমে সবিনয়েই সেই প্রস্তাব খারিজ করেছিলেন। কিন্তু এরপর ওই ব্যক্তি লাগাতার ফোন ও মেসেজ করতে শুরু করেন। প্রথমে বিষয়টিতে এতটা গুরুত্ব দেননি পালক। ওই ব্যক্তির ফোন ধরতেন না, মেসেজের জবাবও দিতেন না। কিন্ত পরে ওই ব্যক্তি হুমকি ও গালিগালাজ করতে শুরু করেন। এমনকী এসএমএস করে তিনি জানান, পলকের ঠিকানা তিনি জানেন। তাই দেখা না করলে পালকের বাড়িতে পৌঁছে যাওয়ারও হুমকি দেন তিনি।

এরপরেই গায়িকা গত বুধবার এ ব্যাপারে অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ৩০ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তি বিহারের বাসিন্দা। নিজেকে অধ্যাপক বলে দাবি করেছেন তিনি ৷ ওই ব্যক্তির নাম রাজেশ শুক্লা। বিহারের সাসারামের বাসিন্দা শুক্লাকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*