ইন্দোনেশিয়ার সুনামি আর ভূকম্পে বিধ্বস্ত পালু দ্বীপে একটি গির্জার ধ্বংসস্তূপের নীতে পাওয়া গেল ৩৪টি ছাত্রের দেহ। তারা ভূমিক্ষয়ে কাদার পাহাড়ের তলায় চাপা পড়েছিল। ৮৬ জন ছাত্রের একটি দল একটি বাইবেল ক্যাম্প থেকে নিখোঁজ বলে জানা গিয়েছিল। পালুর সিগি বিরোমারুতে জুনুজে চার্চ ট্রেনিং সেন্টারে তারা ছিল। বাকি ৫২ জন ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নিহত ছাত্রদের পরিচয় এবং বয়স জানার চেষ্টা চলছে।এপর্যন্ত ওই বিপর্যয়ে ৮৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও ভূমিকম্প থামেনি। তাই পুরোদমে উদ্ধারের কাজ সর্বত্র করা যাচ্ছে না। শুক্রবার ৭.৫ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে পালু।
Be the first to comment