পামেলা মাদক কাণ্ডের তদন্তভারে গোয়েন্দা বিভাগ

Spread the love

এবার পামেলা কাণ্ডের তদন্তভার, নিজেদের হাতে নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ঘটনার তদন্তে নামছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এর গোয়েন্দারা ।

শুক্রবার হুগলির বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামীকে কোকেন-সহ গ্রেপ্তার করে পুলিশ ৷ কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ১০০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করা হয় তাঁকে ৷ তাঁর সঙ্গে প্রবীর কুমার দে নামে আরও একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ । পুলিশের দাবি, মাদক কারবারের সঙ্গে পামেলার যোগ ছিল । পামেলা এবং তাঁর সঙ্গী প্রায়ই একটি গাড়ি ব্যবহার করতেন ৷ কয়েকজনকে মাদক সরবরাহ করে চলে যেতেন ৷ ওই দিন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ নিউ আলিপুর এলাকায় সাদা পোশাকে হাজির হয় । শুক্রবার পামেলা ও প্রবীর আসতে পুলিশ মাদকসহ তাঁদের হাতেনাতে ধরে ৷ এবার মাদক কাণ্ডের তদন্তের দায়িত্ব নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

লালবাজার সূত্রের খবর, পামেলার কাছে মাদক কোথা থেকে আসত । অথবা কারা তাঁকে মাদক পাচার করত, ঘটনার সঙ্গে অন্য কারা যুক্ত রয়েছে, তা জানার জন্য একাধিক সূত্র পেয়েছেন গোয়েন্দারা ৷ গোয়েন্দা সূত্রের খবর, পামেলা মাদককাণ্ডে ভিন রাজ্যের যোগ পেয়েছেন তাঁরা । প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হতে পারে তাঁদের ।

উল্লেখ্য বিজেপি নেতা রাকেশ সিংয়ের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে পামেলাকে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে কলকাতার নগরপাল সৌমেন পাত্রকে চিঠিও পাঠান রাকেশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*