৩১ ডিসেম্বরই শেষ নয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। সংযুক্তিকরণের সময়সীমা অর্নিদিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রসঙ্গত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক বলে ঘোষণা করে কেন্দ্র। হুঁশিয়ারী দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট। লিঙ্ক করার সময়সীমা ঠিক করা হয়েছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কিন্তু বুধবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো আধারের ও প্যানের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক যে কোনও সময়েই করা যেতে পারে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর আওতায় জারি করা হয়েছে এই নয়া বিজ্ঞপ্তি।
Be the first to comment