প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন ? যদি এখনও না করে থাকেন তাহলে আর দেরি করবেন না ৷ ইনকাম ট্যাক্স অ্যাক্টের 139AA অনুযায়ী আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো না থাকলে আপনার প্যান ইনভ্যালিড হয়ে যাবে ৷ সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্স প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০১৯ করে দিয়েছে।
এর আগে ৩০ মার্চ ২০১৮ পর্যন্ত প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা দেওয়া হয়েছিল ৷ এখন সেই সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০১৯ করা হয়েছে ৷ আপনার আধার ও প্যান লিঙ্ক না করা থাকলে ITR ফাইল করতে পারবেন না ৷ আপনার ট্যাক্স রিফান্ড আটকে যেতে পারে ৷ পাশাপাশি বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড ৷
লিঙ্ক করার জন্য প্রথমে (www.incometaxindiaefiling.gov.in) ওয়েবসাইটে গিয়ে বাঁ দিকে ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করুন ৷ আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন ৷ লগইন করতেই একটি পেজ খুলে যাবে ৷ এরপর উপরের ব্লু স্ট্রিপে প্রোফাইল সেটিং সিলেক্ট করুন ৷ সেখানে আধার লিঙ্ক করার অপশান দেখাবে ৷ এরপর আফনার আধার নম্বর ও ক্যাপচা কোড দিন ৷ এরপর নীচের লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন ৷
এছাড়া মোবাইলে মাধ্যমেও আপনি আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন ৷ 567678 বা 56161 নম্বরে এসএমএস করে লিঙ্ক করতে পারবেন প্যান ও আধার।
Be the first to comment