উম্মোচিত হল পানামা পেপার্স কেলেঙ্কারির দ্বিতীয় পর্ব

Spread the love

উম্মোচিত হল পানামা পেপার্স কেলেঙ্কারির দ্বিতীয় পর্ব। এবারও সামনে এসেছে আরও নতুন কিছু নাম। ২০১৬-র কেলেঙ্কারি ফাঁসের সময়েও এরা ছিলেন আড়ালে। দ্বিতীয় পর্বের এই তালিকায় নাম রয়েছে পিভিআর সিনেমার মালিক অজয় বিজলি ও তাঁর পরিবারের সদস্যদের, রয়েছেন হাইক মেসেঞ্জারের সিইও তথা সুনীল মিত্তলের পুত্র কেভিন ভারতী মিত্তল এবং এশিয়ান পেইন্টসের মালিক অশ্বিন দানির ছেলে জলজ অশ্বিন দানির।

এছাড়াও পানামা পেপারস-সংশ্লিষ্ট আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকা থেকে যেসব কোম্পানিগুলিকে চিঠি পাঠানো হয়েছিল তাঁদের নামও জানা গেছে। ভারতের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত কোম্পানিকেও মনসেকা চিঠি পাঠিয়েছে। চিঠিতে যেসব কোম্পানিগুলির কর্ণধারের নাম পাওয়া গেছে। ফনেসকার পাঠানো মেসেজে যাদের নাম উঠে এসেছে তাঁরা হলেন, শিব খেমকা, অমিতাভ বচ্চন, জাহাঙ্গির সোরাবজি, ডি এল এফ গ্রুপের কে পি সিং ও তাঁর পরিবারের নিকটজনরা, অনুরাগ কেজরিওয়াল, মোহরাসনস জুয়েলার্সের নবীন মেহরা, এবং হাজরা ইকবাল মেমন ও তাঁর পরিবার। প্রসঙ্গত, ২০১৬-র পানামা পেপার্স ফাঁস হওয়ার পরেই এ কেলেঙ্কারিতে অমিতাভ বচ্চনের নাম উঠে আসে। পানামা পেপার্স নিয়ে ইতিমধ্যেই সরকারি নজরদারিতে রয়েছেন বিগ বি। লেডি শিপিং লিমিটেড, ট্রেজার শিপিং লিমিটেড, এবং সি বাল্ক শিপিং কোম্পানির সঙ্গে তাঁর যোগাযোগ কথা উঠে আসে। যদিও এদের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*