পঞ্চায়েত দফতর সমস্ত তথ্য খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে তবেই সেই টেন্ডার অনুযায়ী কাজে হবে। পঞ্চায়েত দপ্তরকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন
দপ্তরকে যে এক টাকার কাজ করাতে গেলেও এ বার টেন্ডার ডাকতে হবে পঞ্চায়েতকে। কোনও কাজই টেন্ডার ছাড়া করানো যাবে না।
এছাড়াও জানা যায় যে শুধু টেন্ডার ডাকলেই হবে না। ওই নয়া নির্দেশিকায় পঞ্চায়েত দফতর স্পষ্ট জানিয়েছে, টেন্ডার ডাকার পর দফতরের যে ‘সিকিওর সফ্টওয়্যার’ আছে, তাতে সব তথ্য আপলোড করতে হবে। তারপর ১০০ দিনের কাজের ‘জবকার্ড’ তৈরি বা গ্রাম পঞ্চায়েত স্তরে কোনও কিছু কিনতে গেলেও তার দাম সংক্রান্ত তথ্যওই সফ্টওয়্যারে আপলোড করতে হবে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে কাটমানি খাওয়া নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই নিয়েই আরোও জোরালো পদক্ষেপ নিতেই এই নির্দেশ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Be the first to comment