পঞ্চায়েত ভোট আসতেই রেস্তোরাঁ মালিকদের পকেটে স্বস্তি!

Spread the love

রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। তাঁর আগেই রেস্তোরাঁ মালিকদের স্বস্তি দিয়ে একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। যদিও রান্নার গ্যাসের দাম এখনও একই রয়েছে। ফলে কলকাতা-সহ দেশের সবর্ত্রই সাধারণ মানুষের ভোগান্তির সুরাহা হয়নি।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তিত মূল্য ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৫ টাকা করে কমিয়েছে।এবার থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ, ১ জুন থেকেই কার্যকর হচ্ছে এই নতুন গ্যাসের দাম। এতে হোটেল, রেস্তোরাঁ-সহ বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের গ্রাহকেরা কিছুটা স্বস্তি পাবেন।

তবে অপরিবর্তিত রয়েছে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। যদিও গৃহস্থের ঘরে ১৪.২ কেজির যে সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দাম আগের মতোই হাজার টাকার বেশি রয়েছে। ফলে এই শহরের বাসিন্দাদের আগের মতোই রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য ১১২৯ টাকা খরচ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*