পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনারের দায়িত্বে সঞ্জয় বনশল

Spread the love

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্যের একাধিক জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে। আর এমন আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার হিসাবে নয়া দায়িত্ব পেলেন আইএএস সঞ্জয় বনশল। সূত্রের খবর, কমিশনার রাজীব সিনহাকে সাহায্য করার জন্যই তাঁকে অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।

কয়েকদিন আগেই রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। দায়িত্ব নেওয়ার পরেই তিনি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন। এর মধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক মামলাও চলছে হাই কোর্টে। রয়েছে ভোটের নিরাপত্তা নিশ্চিত করার কাজও। সব মিলিয়ে আগামী কয়েকদিন নির্বাচন কমিশনের কাজের চাপ যে অনেকটাই বাড়বে তা দিনের আলোর মতো পরিষ্কার। আর এমন আবহে সঞ্জয় বনশল সেই সমস্ত কাজে রাজীব সিনহাকে সাহায্য করবেন। আর সেকারণেই তাঁকে নতুন দায়িত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আইএএস কর্তা সঞ্জয় এর আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব পদের দায়িত্ব সামলেছেন। তবে এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবকে সাহায্যে করবেন তিনি। মূলত পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে তাকিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য। আর সেদিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ বলেই মত অভিজ্ঞ মহলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*