ত্রিস্তর পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন

Spread the love

অবশেষে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। তিন দফার এই নির্বাচন শুরু হবে ১ মে। দ্বিতীয় দফার নির্বাচন হবে ৩ মে ও তৃতীয় তথা শেষ দফার নির্বাচন হবে ৫ মে। প্রয়োজনে পুন:নির্বাচন হবে ৩,৫,৭ মে। ভোট গণনা হবে ৮ মে। ১৫ মে-এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। যদিও নির্বাচন কমিশন ২ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করবে, তবে শনিবার থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কবে কোথায় ভোট হবে।
পয়লা মে,প্রথম দফা-নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। মোট ১২টি জেলা।
৩ মে,দ্বিতীয় দফা-মুর্শিদাবাদ, বীরভূম। মোট ২টি জেলা।
৫ মে, তৃতীয় দফা-কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। মোট ৬ টি জেলা।
এবার এক নজরে দেখে নেওয়া যাক মোট আসনের সংখ‍্যা।
গ্রাম পঞ্চায়েতের মোট আসন-৪৮,৬৫৬
পঞ্চায়েত সমিতির মোট আসন-৯,২১৭
জিলা পরিষদের মোট আসন-৮২৫
২০টি জেলায় মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ।
তবে এই বিপুল পরিমাণ আসনে ভোট পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব‍্যবহার করা হবে কি না, সেই প্রশ্নের কোনো উত্তর এদিন দেন নি রাজ‍্যের মুখ‍্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*