আজ সিঙ্গল বেঞ্চের রায়ের উপরই নির্ভর করছে পঞ্চায়েতের ভবিষ্যত

Spread the love

গত ১৬ এপ্রিল সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠায় পঞ্চায়েত মামলা। একইসঙ্গে নির্দেশ দেয়, প্রয়োজনে রোজ শুনানি করে দ্রুত পঞ্চায়েত মামলার নিষ্পত্তি করতে। তারপর থেকে মঙ্গল, বুধ ও বৃহস্পতি- টানা তিনদিন রোজ সিঙ্গল বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি চলছে। বৃহস্পতিবার শুনানিপর্বে শেষে বিচারপতি সুব্রত তালুকদার শুক্রবার বিকেল সাড়ে ৪টেয় রায় ঘোষণার কথা জানান।
আদালতকে কমিশন জানিয়েছে, রমজানের আগেই ভোটপর্ব সমাপ্ত করতে চায় তারা। কারণ তারপর বর্ষা চলে আসবে। বর্ষায় ভোট করা অসুবিধাজনক। পাশাপাশি রাজ্যও চায়, দ্রুত ভোট শেষ করতে।
কমিশনের পূর্ব ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী ১ মে ভোটগ্রহণ আদৌ সম্ভব কিনা, তা-ও নিশ্চিত হয়ে যাবে আজই। কারণ এদিন সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও পক্ষ অসন্তুষ্ট হলে, পাল্টা আবার সুপ্রিম কোর্টে যেতে পারে সেই পক্ষ।

ফলে আজ সিঙ্গল বেঞ্চের রায়ের উপরই নির্ভর করছে পঞ্চায়েতের ভবিষ্যত।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*