পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে সোমবারও অব্যাহত রইল সেই হিংসা

Spread the love

পঞ্চায়েতের বোর্ড গঠনের শুরু থেকে যে ধারা চলছিল সোমবারও অব্যাহত রইল সেই হিংসা।

পুরুলিয়ার জয়পুর, রঘুনাথপুরে দুষ্কৃতীদের বোমাবাজি থেকে পুলিশের গুলি সবই চলল একসঙ্গে। মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। বিজেপি’র অভিযোগ পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁদের ওই কর্মীর। আহত হয়েছেন পাঁচ জন । এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যদিও বিজেপি নেতা সায়ন্তন বসু দাবি করেন তাঁদের দু’জন কর্মীর মৃত্যু হয়েছে জয়পুরে।

জয়পুর ব্লকের ঘাঘরা গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। অভিযোগ, শাসক দলের কর্মীরা বোর্ড গঠনে বাধা দেওয়ার চেষ্টা করে। পঞ্চায়েত অফিসের বাইরে বিশাল জমায়েত করে বিজেপি’র জয়ীদের ঢুকতে বাধা দেওয়ার জনয বোমাবাজি শুরু করে। এরপর গ্রামের মানুষ বেরিয়ে এসে প্রতিরোধ করলে সংঘর্ষ আরও বড় আকার নেয়। এরপরই পুলিশ গুলি চালায় বলে অভিযোগ।

একই ঘটনা ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরে। বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে রঘুনাথপুর ১ নম্বর ব্লকের চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল-বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে রঘুনাথপুরে আহত হন এক সাংবাদিকও।

প্রসঙ্গত এই পুরুলিয়ার বলরামপুরেই পঞ্চায়েত নির্বাচনের সময় দুই বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। পুরুলিয়ায় আসেন বিজেপি সভাপতি অমিত শাহও। আবার সেই পুরুলিয়াতেই মৃত্যু হলো বিজেপি কর্মীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*