আগামী সোমবার পর্যন্ত পঞ্চায়েত ভোট নিয়ে মামলার রায়ে স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট

Spread the love
পঞ্চায়েত ভোট নিয়ে মামলার রায় সোমবার পর্যন্ত মুলতুবি রাখল শীর্ষ আদালত ৷ আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ছিল গোটা রাজ্য ৷ পঞ্চায়েত ভোটের জট ছাড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা ৷ এক তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়েই মামলা হয় সু্প্রিম কোর্টে ৷
এদিনই ৩ বিচারপতির বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানির কথা ছিল ৷ এর আগে ৩ জুলাই প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ৬ অগস্ট পঞ্চায়েত নিয়ে কিছু একটা নির্দেশ তারা দেবে ৷ তবে এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনুপস্থিত থাকায় মামলার শুনানি আগামী সোমবার অবধি মুলতুবি রাখল শীর্ষ আদালত ৷
[8/6, 12:57 PM] Ashis Rojdin: এবারে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রেকর্ড সংখ্যাক প্রার্থী ৷ কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী ৩৪ শতাংশ প্রার্থী জয়ী বিনা ভোটে ৷ উল্লেখ্য, সবাই শাসক দলের ৷ এই বিষয় নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি ৷ তাদের অভিযোগ ছিল, শাসক দলের হিংসা ও জোর জুলুমের কারণেই ওই আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি ৷
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামে গেজেট বিজ্ঞপ্তি জারি করায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ১৩ অগস্ট ওই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই সংক্রান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশ নিয়েই আশাবাদী বিরোধীরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*