অবশেষে সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি শেষ হল। এ দিন মামলার শুনানির পর সর্বোচ্চ আদালতের তিন জন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, রায় সংরক্ষিত রাখা হল। এক সপ্তাহের মধ্যে তা ঘোষণা করা হবে।
পঞ্চায়েত ভোটে বাংলায় ৩৪ শতাংশ আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বিরোধীদের অভিযোগ ছিল, শাসক দলের দাপটে তারা সেখানে মনোনয়ন জমা দিতে পারেনি। এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। পরে আদালতে গিয়েছিলেন বামেরাও।
ভোটের আগে কয়েক প্রস্ত শুনানির পর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অগস্টের ৬ তারিখ থেকে ফের শুনানি শুরু হবে। কিন্তু বিচারপতি চন্দ্রচূড় অসুস্থ হয়ে পড়ার কারণে শুনানিতে দেরি হচ্ছিল।
অথচ বহু পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে চলেছে। এই অবস্থায় চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা না করেই রাজ্য সরকার বহু পঞ্চায়েতে প্রশাসক নিয়োগ করার জন্য নোটিস জারি করে দেয়। পাশাপাশি রাজ্য সরকার ও শাসক দলের তরফে সুপ্রিম কোর্টে বারবার আবেদন করা হয় যাতে শুনানি দ্রুত শেষ করে রায় ঘোষণা করে আদালত। তার পরই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, পরবর্তী শুনানি হবে সোমবার।
এ দিন সকাল সাড়ে ১০টা থেকে সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হয়। দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বিজেপি-র আইনজীবীরা সওয়াল করেন। মধ্যহ্নভোজের বিরতির পর রাজ্য নির্বাচন কমিশন ও অন্যন্য সংশ্লিষ্ট পক্ষ তাদের মত জানায়। তার পরই বিচারপতিরা জানিয়ে দেন, রায় আপাতত সংরক্ষিত রাখা হল। শিগগির তা ঘোষণা করা হবে।
Be the first to comment