পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন আগেই। আর মঙ্গলবার হাতে পেলেন সম্মান। করোনা আক্রান্ত হওয়ায় তিনি রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন নি। এই নিয়ে দ্বিতীয়বার দেশের সর্বোচ্চ নাগরিক প্রথম সম্মানে ভূষিত হন পন্ডিত অজয় চক্রবর্তী। ২০২০ সালের ২৫ জানুয়ারি এই ঘোষণা করা হয়। ২০-এর মার্চ মাসেই পুরষ্কার বিতরণ হওয়ার কথা ছিল। তবে তার ঠিক দু’দিন আগেই লকডাউন ঘোষণা হয়ে যায়। ২০২১ সালে যাঁরা পদ্মশ্রী পান তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের ৫ জন। ২০ ও ২১-এই দুই সালের সবাইকে গত ৮ ও ৯ নভেম্বর নয়াদিল্লিতে দরবার হলে পরিকল্পিত উপায়ে স্বীকৃতি জানানো হয়েছিল।
তবে অনুষ্ঠানে অজয় চক্রবর্তী উপস্থিত থাকতে না পারায় প্রাপকের হাতে তুলে দিতে কেন্দ্রের তরফে পদক পাঠিয়ে দেওয়া হয় রাজ্যকে। অবশেষে পদ্মভূষণ সম্মান মঙ্গলবার অজয় চক্রবর্তীর হাতে তুলে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বরাষ্ট্রসচিব বি.পি গোপালিকা। সাথে ফুল, মিষ্টি, শাল দিয়ে শুভেচ্ছা ও সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১১ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল। এরপর পান পদ্মভূষণ। ২০২০ সালের ২৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মোট ১৪১ জন পদ্মপ্রাপকের নাম ঘোষনা করে। পদ্মভূষণ প্রাপকের তালিকায় নাম ছিল পন্ডিত অজয় চক্রবর্তীর। ২০২০ সালে তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমী পুরষ্কার ও পেয়েছিলেন। অভিভূত শিল্পী জানিয়েছেন, যেভাবে মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে এই সম্মান তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তাতে তিনি কৃতজ্ঞ।
Be the first to comment