বৃহস্পতিবার বিকেলে পদ্মবিভূষণ পণ্ডিত যশরাজের অন্তিমসংস্কার সম্পন্ন হলো। মুম্বাইয়ের ভিলপার্লে শ্মশানে চন্দনকাঠের চিতায় তাঁকে দাহ করা হয়। উপস্থিত ছিলেন স্ত্রী মধুরা, কন্যা দূর্গা, পুত্র সারং এবং বহু ছাত্র-ছাত্রী।
সোমবার আমেরিকার নিউ জার্সিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম স্তম্ভ পণ্ডিত যশরাজ। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পণ্ডিত যশরাজের পরিবার সূত্রে খবর, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শাস্ত্রীয় সংগীতের জন্যে ভারতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো একাধিক পুরস্কার পেয়েছেন ‘পণ্ডিত জি’। রয়েছে বহু বিদেশি পুরস্কার ও সম্মানও।
উল্লেখ্য, গত বছর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পণ্ডিত যশরাজের নামে একটি ছোট গ্রহের নামকরণ করে। ভারতীয় সংগীতের প্রথম শিল্পী হিসেবে এই দুর্লভ সম্মান পান পণ্ডিত যশরাজ। ৯০ বছরের এই ক্ল্যাসিক্যাল গায়কের নামে গ্রহটির নাম দেওয়া হয় ‘পণ্ডিত যশরাজ (৩০০১২৮)’। এই ছোট গ্রহটিকে ২০০৬-এর ১১ নভেম্বর খুঁজে পাওয়া যায়। মঙ্গল এবং বৃহস্পতির মাঝে একটি গ্রহাণুপুঞ্জে একটি ছোট গ্রহটির অবস্থান। এর আগে তাঁর নামে একখণ্ড চাঁদের নাম রাখা হয়েছিল।
Be the first to comment