হিন্দুদের ধর্মীয় স্থানকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাকিস্তান। খাইবার পাখতুন প্রদেশের পেশোয়ারের হিন্দুদের পবিত্র তীর্থ ‘পঞ্জতীর্থ’কে জাতীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে পাক সরকার।
কেপি (খাইবার পাখতুন) ডিরেক্টোরেট জানিয়েছে প্রত্নতাত্ত্বিক আইন ২০১৬ অনুসারে সরকার এটি অধিগ্রহণ করেছে। এখন থেকে স্থানটির রক্ষণাবেক্ষণের সম্পুর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক বিভাগের হাতে। কথিত আছে, মহারাজ পান্ডু জন্ম এখানে হয়েছিল। প্রতিবছর কার্তিক মাসে হাজার হাজার হিন্দু ভক্ত পুজো দিতে এখানে আসেন। সেই সঙ্গে সরকার আরও ঘোষণা করেছে, এই পবিত্র ভূমির যদি কেউ ক্ষতিসাধনের চেষ্টা করে, তাহলে মাথাপিছু ২ মিলিয়ন পাকিস্তানি টাকা ও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে।
Be the first to comment