বদলি হলেন CBI-এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টরকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। তিনি যুগ্ম অধিকর্তা (প্রশিক্ষাণ) হিসেবে কাজ করবেন CBI-এর সদর দপ্তরে। তবে এখনই তাঁর বদলে কাউকে পাঠানো হচ্ছে না কলকাতা জোনে। তিনি কলকাতা জোন এবং তিন নম্বর আর্থিক অপরাধ শাখার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৯২ ব্যাচের IPS অফিসার পঙ্কজ শ্রীবাস্তব ৷ ২০১৮ সালে কলকাতা জোনের যুগ্ম অধিকর্তার দায়িত্ব পান। মূলত তাঁর নেতৃত্বে চলছিল সারদা, রোজভ্যালি সহ সব চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত। নারদাকাণ্ডের তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
রাজনৈতিক মহলে জল্পনা, ২০২১-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ৷ তার আগে সক্রিয় হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং CBI। গতি বাড়ানো হবে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে। ইতিমধ্যে সারদা কেলেঙ্কারির খসরা চার্জশিট তৈরি হচ্ছে। সেই কাজ দিল্লিতে বসে দেখভাল করবেন পঙ্কজ শ্রীবাস্তব। জল্পনা চলছে, আগামী দিনে তাঁর বদলে আরও জাঁদরেল কোনও আধিকারককে পাঠানো হতে পারে।
Be the first to comment