ঐতিহাসিক ইডেনে পিঙ্ক বল টেস্টে প্রথম দিন উপস্থিতি থাকলেও বিরাটদের সঙ্গ ছাড়তে হল ঋষভ পন্থকে ৷ কারণ টেস্ট থেকে রিলিজ দিয়ে দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যানকে মুস্তাক আলি টি-২০ খেলতে পাঠালেন জাতীয় নির্বাচকরা ৷
ঘরোয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই পন্থকে সরিয়ে ঋদ্ধিমান সাহাকে সুযোগ দেয় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷ সুযোগটা কাজে লাগাতে ভুল করেন নি বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান ৷ উইকেটের পিছনে দুর্দান্ত ক্যাচ নিয়ে নিজের হারানো জাগায়টা ফিরে পান ঋদ্ধি ৷ ইডেনে পিঙ্ক বল টেস্টের প্রথম দিনেও দুরন্ত ক্যাচ ধরে ফের তাঁর দক্ষতার পরিচয় রাখেন দেশের নম্বর ওয়ান উইকেটকিপার ৷
আর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়া পন্থকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও রাখা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পন্থকে ফের সুযোগ দেন জাতীয় নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ সিরিজের জন্য পন্থকে জাতীয় টি-২০ টুর্নামেন্ট মুস্তাক আলির জন্য ছেড়ে দেওয়া হলো ৷ পরিবর্তে ইডেন টেস্টে ঋদ্ধিমানের কভার হিসেবে অন্ধপ্রদেশের উইকেটকিপার ব্যাটসম্যান কেএস ভরত দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷ ঋদ্ধি-ঋষভদের দাপটে সিনিয়র দলে ঠাঁই না-হলেও ভারতীয় এ দলের নিয়মিত সদস্য হলেন ভরত ৷
বোর্ডের এক আধিকারিক জানান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী মাসে শুরু হতে চলা টি-২০ এবং ওয়ানডে সিরিজে খেলবেন পন্থ। এ কথা ভেবে নির্বাচকরা পন্থকে চলতি ইডেন টেস্টে ভারতীয় দল থেকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ এই সময় পন্থকে দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সুযোগ করে দেওয়া হয়।
Be the first to comment