মাসানুর রহমান,
শিক্ষকদের মূল্যায়নের পর উত্তরপত্র দেখবে পড়ুয়ারা এমনই নয়া পদ্ধতি এবার চালু করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ অফিসে নিখরচায় এই পরিষেবা মিলবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, কোনো পরীক্ষার্থীর যদি তাঁর প্রাপ্ত নম্বর নিয়ে সংশয় থাকে তাহলে সেই পরীক্ষার্থী সংসদের কাছে আবেদন করতে পারবে। এই আবেদন অনলাইনে করতে হবে। এবং সেই আবেদনের ভিত্তিতেই পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখাবে উচ্চমাধ্যমিক সংসদ। শুধু তাই নয়, চাইলে উত্তরপত্রের প্রতিলিপিও পেয়ে যাবে পরীক্ষার্থীরা। ৫ জুলাই থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এ বছর উচ্চমাধ্যমিক পাশ করা পড়ুয়ারা।
Be the first to comment