সন্দেশখালির মহিলাদের বয়ান নেওয়া মহিলা পুলিশকর্তা পাপিয়া সুলতানার অতিরিক্ত দায়িত্ব

Spread the love

সন্দেশখালির কর্তব্যরত পুলিশ কর্তা পাপিয়া সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি বর্তমানে এসপি হোমগার্ড। তাঁকে দায়িত্ব দেওয়া হল বারাকপুর ১ নম্বর ব্যাটেলিয়নেরও। পাপিয়া সুলতানা কয়েক দিন আগেই সন্দেশখালি গিয়ে মহিলাদের বয়ান নিয়েছিলেন।

কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি। নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসে। রাজ্যপালের কাছেও অভিযোগ করেন সেখানকার নির্যাতিতারা। এরপর রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ করা হয়। এরই মধ্যে হোমগার্ডের এসপি পাপিয়া সুলতানা যান সন্দেশখালি। তিনি বাড়ি বাড়ি ঘুরে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন। বয়ান নথিভুক্ত করে।

সন্দেশখালির নারী সুরক্ষায় গঠন করা হয় ১০ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি । ডিআইজি পদমর্যাদার এক মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গঠিত হয় কমিটি ৷ বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার জানিয়েছিলেন, পাপিয়া সুলতানা সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বসেছেন। চারটি অভিযোগ সামনে এসেছে। তবে কোথাও কোনও নির্যাতনের অভিযোগ আসেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*