ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে আসামের পরিস্থিতি। এমতাবস্থায় নিজের মানসিক পরিস্থিতি ঠিক রাখতে পারছেন না পাপন। তাই দিল্লির শো বাতিল করার সিদ্ধান্ত নিলেন আসামের অতি জনপ্রিয় এই গায়ক।
বৃহস্পতিবার টুইট করেই দিল্লির শো বাতিলের কথা বলেছেন পাপন। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আসামের পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্য, প্রিয় দিল্লি, আমি ভীষণভাবে দুঃখিত কিন্তু এই সিদ্ধান্তটা বাধ্য হয়ে নিতে হচ্ছে। আমার আসাম জ্বলছে, কাঁদছে, কার্ফু জারি হয়েছে! আপনাদের গান শোনানোর মানসিক অবস্থা আমার নেই।
টুইটারে ক্ষমা প্রার্থনা করেছেন পাপন। শেষ মুহুর্তে শো বাতিল করা ঠিক নয়, কিন্তু তিনি নিরুপায়। গায়ক আশা করেছেন, দিল্লির মানুষ তাঁর অবস্থা বুঝতে পারবেন। ভবিষ্যতে দিল্লির ওই স্থানেই অনুষ্ঠান করবেন বলে কথা দিয়েছেন পাপন।
গায়ক এদিন বলেন, আসাম যেভাবে জ্বলছে সেটা কষ্টের। মানবিকতা আক্রান্ত। বছরের পর বছর অবৈধ অনুপ্রবেশ হয়ে চলেছে আসামে। এটা আমাদের প্রাপ্য নয়। বৈচিত্র্য ও মিশ্র সংস্কৃতি ও মানুষই আসামের পরিচয়, সেটা বুঝতে হবে।
Be the first to comment