গত শুক্রবার থেকে পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলে অগ্নুৎপাত শুরু হয়। সোমবার সেই অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। এতে কয়েকশ’ আতঙ্কিত স্থানীয় বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। পাপুয়া নিউ গিনিত কর্তৃপক্ষ কদোভার দ্বীপের এই আগ্নেয়গিরি কাছাকাছি বসবাসকারী লোকেদের সতর্ক করে দিয়েছে যে, ভয়ঙ্কর অগ্ন্যুত্পাতে সেখানে সুনামি সৃষ্টি করতে পারে। সেই ভাবে প্রস্তুতি নিয়ে নিতে বলেছে। প্রায় ৩০০ বছরে কাদোভার দ্বীপের আগ্নেয়গিরি শুরু হয়নি। হঠাৎ এই অগ্নুৎপাতে জরুরী অবস্থা চালু করা হয়েছে।
ঠিক কতজন স্থানীয় গ্রামবাসী অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি। আমেরিকান দাতব্য সংস্থা সামারিতান এভিয়েশন জানিয়েছে, কাদোভার দ্বীপের প্রায় ৭০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি স্থানীয়দের সরিয়ে নিতে সহায়তা করছে।
সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment