পাপুয়া নিউ গিনিতে ফের শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭-২৫এ নিউ ব্রিটেন আইল্যান্ডে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানা গেছে সূত্র থেকে। এই ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ফেব্রুয়ারি মাসে ৭.৫ মাত্রা ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।
আমেরিকাল জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, নিউ ব্রিটেন আইল্যান্ডের রাবাউল থেকে ১৬২ কিলোমিটার দূরে এবং ৩৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
ভূমিকম্পের প্রভাবে সুনামি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও এখন পর্যন্ত সে ধরনের কোনো খবর পাওয়া যায়নি।
Be the first to comment