অতীতের সব রেকর্ড ভেঙে এবার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাক কেন্দ্রীয় বাহিনী মেতায়েন করা হচ্ছে। শুধুমাত্র প্রথম দফাতেই মোতায়েন করা হচ্ছে ৭০৫ কোম্পানি বাহিনী। দশ হাজার বুথের জন্য সত্তর হাজার জওয়ান। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে ৪৯৫ কোম্পানি বাহিনী। কয়েক দিনের মধ্যে রাজ্যে আসছে আরও ২১০ কোম্পানি বাহিনী।
একমাত্র কেন্দ্রীয় বাহিনীই থাকবে বুথের নিরাপত্তায়। বুথের ১০০ মিটারের মধ্যে থাকবে না রাজ্যের কোনও বাহিনী। লোকাসভা নির্বাচনের পর বার বিধানসভাতেও একই ধাঁচে বুথের নিরাপত্তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন।
বুথে গোলমাল সামাল দিতে কুইক রেসপন্স টিম ও সেক্টর অফিসারের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এবার আর বুথের ১০০ মিটারের ধারে কাছে থাকবে না রাজ্যের পুলিশ।
Be the first to comment