বাড়ি ফিরেছেন পরিবহ, সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ ডাক্তারদের

Spread the love

বাড়ি ফিরেছেন এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। গত মঙ্গলবার বাড়ি ফেরেন তিনি। আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, বাইরের লোকের সঙ্গে এখনই কোনও কথা নয়, পরিবহকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন ডাক্তাররা।

উলেখ্য, ১০ জুন রাতে রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস হাসপাতাল। দু’পক্ষের গোলমালে জখম হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। তারপর থেকেই কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগ। সুপারের ঘরের সামনে অবস্থানে বসেন জুনিয়র ডাক্তাররা।

উল্লেখ্য, এনআরএসে রোগীর আত্মীয়দের হাতে নিগৃহীত হন এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। এনআরএস কাণ্ডের প্রতিবাদে সরব হয়ে কর্মবিরতির ডাক দেন রাজ্যের চিকিৎসক মহল। তাঁদের পাশে দাঁড়ায় গোটা দেশের চিকিৎসক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*