পার্ক সার্কাস ময়দানে শুরু হয়ে গেল ৩১-তম বাণিজ্য মেলা। শুক্রবার বিকেলে মেলা উদ্বোধন করলেন রাজ্য়ের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও ফিরহাদ ববি হাকিম। তবে শুরুর দিন বলেই হোক আর মাসের শেষ দিকের সপ্তাহান্ত বলেই হোক, প্রথম দিন তেমন জমল না মেলা।
শুক্রবার বিকেলে মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেল, এখনও তৈরি হচ্ছে বিভিন্ন স্টল। উৎসাহী ব্যবসায়ীরা অপেক্ষা করছেন, কাল-পরশু শনি-রবিবার, জমবে মেলা। বিকিকিনি হবে ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে মোটরবাইক, সস-আচার-জ্যাম থেকে শুরু করে কাশ্মীরি শাল।
ব্যস্ততার অন্ত ছিল না মেলাপ্রাঙ্গণ জুড়ে। শীতের ছোট বেলা, তার উপর কাল সকালের মধ্যে স্টল রেডি করার তাড়া। সকলেই যেন উত্তেজনায় ফুটছেন। মেলার কর্তারা বলছেন, এ বছরে ভাল লাভের মুখ দেখবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। বেড়েছে স্টলের সংখ্যাও। ভারতের বিভিন্ন রাজ্য থেকে তো বটেই, ভারতের বাইরের প্রতিবেশী দেশগুলি থেকেও পসরা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।
Be the first to comment