পার্কস্ট্রিট গণধর্ষণে অভিযুক্তের দ্রুত শুনানির আবেদন খারিজ করলো হাইকোর্ট

Spread the love

পার্কস্ট্রিট গণধর্ষণ মামলায় অভিযুক্তের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পার্কস্ট্রিট গণধর্ষণকাণ্ডে পাঁচ অভিযুক্তের মধ্যে তিনজনকে নিম্ন আদালত ২০১৫ সালে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করেছিল। অন্য দু’জন অর্থাৎ কাদের খান ও আজহার আলির বিরুদ্ধে ২০১৮ সালে চার্জ গঠন করা হয়। কিন্তু তাদের বিচার প্রক্রিয়া এখনও শুরু করা যায়নি। যাতে দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি করা হয় তার আবেদন জানিয়েছিলেন আজহার আলির আইনজীবী ফিরোজ এডুলজি। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত আজ আবেদনকারীর দাবি খারিজ করে দিলেন। পাশাপাশি তিনি জানান নিম্ন আদালতে যেমন এই মামলার বিচার প্রক্রিয়া চলছে তেমনই চলবে।

এর আগে মার্চে বিচারপতি আশা অরোরা নির্দেশ দিয়েছিলেন, তিনমাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে । কিন্তু সেটা করা সম্ভব হয়নি। এদিকে নিম্ন আদালতের যে বিচারক এই মামলার শুনানি করছেন তিনি চলতি মাসের শেষের দিকে অবসর নেবেন। ফলে মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন বলে মন্তব্য করেন আজহার আলির আইনজীবী এডুলজি । যদিও শেষ পর্যন্ত বিচারপতি মামলাকারীর এই আবেদন শুনতে চাননি ।

প্রসঙ্গত, 2012 সালের ফেব্রুয়ারিতে পার্কস্ট্রিটের নাইট ক্লাবের সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণ করা হয় । সেই ঘটনায় সুমিত বাজাজ, নাসির খান ও রোমান খান ধরা পড়লেও কাদের খান ও আজহার আলি ফেরার ছিল । ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে কাদের ও আজহার আলিকে গ্রেপ্তার করে লালবাজার । ২০১৮ সালে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় । কিন্তু সেই মামলার এখনও শুনানি হচ্ছে না । এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় আজহার আলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*