পার্ক স্ট্রিটের এপিজে হাউসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পাঁচ তলায় আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। খালি করে দেওয়া হয়েছে ভবনটি। অনবরত ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। ওই বিল্ডিংয়ে বেশ কয়েকটি অফিস রয়েছে। দ্রুত সেখানে থাকা সকলকে বের করে আনা হচ্ছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ কর্তারাও। আগুনের উৎসস্থল খোঁজা হচ্ছে। বড়সড় অগ্নিকাণ্ডর দিকে যাতে ঘটনাটি না গড়ায় সেই চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মেডিক্যাল স্টোরের সার্ভার রুমে এই আগুন লেগেছে। চেষ্টা চলছে যাতে আগুন নিয়ে আসা যায়।
ঘটনার পরে রাজ্যের মন্ত্রী তথা পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসুরা এসে পৌঁছন। ফিরহাদ হাকিম বলেন, ‘আগুনের উৎসস্থলে দ্রুত পৌঁছনো গিয়েছে। একটা অফিস ছিল। কিন্তু সেখানে কেউ ছিলে না। ফলে কেউ জখম হননি। কী ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসে দিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হবে।’
Be the first to comment