একটি বহুতল আবাসনের বাইরের পার্কিং লটে সারি দিয়ে দাঁড় করানো গাড়ি। চার চাকা থেকে মোটর সাইকেল সবই ছিল সেখানে। আর হঠাৎ করেই লাইন দিয়ে জ্বলতে আরম্ভ করল একটার পর একটা বাইক এবং গাড়ি। দিল্লির মদনগিরে গাড়ি পোড়ানোর ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ।
মঙ্গলবার রাতে স্থানীয়রা ফোন করে খবর দেন পুলিশ এবং দমকলে। পুলিশ এসে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যায়। ফুটেজে দেখা যায়, এক মদ্যপ যুবক বাইকের ফুয়েল পাইপ খুলে তাতে আগুন লাগিয়ে দিচ্ছে। বাদ দিচ্ছে না গাড়িও। সময় মতো বিপর্যয় মোকাবিলা দল এবং দমকল এসে পড়ায় বড় বিপদ থেকে রক্ষা হয় বলে জানিয়েছিলেন স্থানীয়েরা।
ওই যুবকের নাম বিজয় শুক্লা। উত্তরাখণ্ডের এই যুবক ভবঘুরে এবং মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ। জেরায় পুলিশকে ওই যুবক জানিয়েছে, কয়েক মাস আগে তার বাবা মারা যান। বাড়িতে রয়েছেন মা এবং দুই বোন।
ওই ঘটনায় আটটি মোটর সাইকেল এবং দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বাকি আটটি গাড়ি এবং মোটরবাইক আংশিক পুড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) বিজয় কুমার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক এবং কার্তুজ ভর্তি বাক্স উদ্ধার করা হয়েছে। জনগণের সম্পত্তি নষ্ট, অগ্নিসংযোগ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তা।
Be the first to comment