পার্শ্বশিক্ষকদের আন্দোলন ইস্যুতে সংসদে সরব বিজেপি, অভিযোগ ওড়ালো তৃণমূল

Spread the love

এবার পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সংসদের অধিবেশন কক্ষ উত্তাল করলেন বিজেপি সাংসদরা। শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনের জিরো আওয়ারে পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তখন তৃণমূল সাংসদের হই-হট্টগোল এবং চিৎকারে বিষয়টি নিয়ে সে ভাবে বলার সুযোগ পাননি বাবুল। এমনকি, বাবুলের বলা নিয়ে আপত্তি জানান লোকসভার অধ্যক্ষও। এরপর নিজে বলতে উঠে রাজ্য সরকারকে আক্রমণ করেন আর এক বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায়।

তৃণমূল এবং বিজেপি সাংসদদের চিৎকার-চেঁচামেচি, হই-হট্টগোলে বেশ কিছুক্ষণের জন্য উত্তাল হয়ে ওঠে লোকসভা। মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারের বিরুদ্ধে তোপ দেগে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘আমরণ অনশনকারীদের দিকে ফিরে তাকাচ্ছে না রাজ্য সরকার। আট দিন ধরে তাঁরা কলকাতায় রাস্তার উপর বসে রয়েছেন, আর বাংলার মুখ্যমন্ত্রী একটা শব্দও উচ্চারণ করছেন না।

লকেটের মন্তব্যের পাল্টা জবাব দেন তৃণমূল লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, পার্শ্বশিক্ষকদের তিন হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে মাত্র কয়েকমাস আগেই। রাজ্যের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যেই মুখ্যমন্ত্রী বেতন বাড়িয়েছেন। কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতি করে যাচ্ছে বিজেপি ৷

পরে লোকসভার বাইরে বাবুল সুপ্রিয় বলেন, একজন শিক্ষক অনশনরত অবস্থায় মারা গেলেন কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের অন্যতম মুখপাত্র সাংসদ সৌগত রায় বলেন, বিজেপির সাংসদদেরা পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে সংসদে হৈ চৈ করেছে। আমরা তার প্রতিবাদ করেছি।

উল্লেখ্য, শুক্রবার পার্শ্ব শিক্ষকদের অনশন অষ্টম দিনে পড়লো। অনশন চলাকালীন বৃহস্পতিবার অনশন মঞ্চে তাপস বর নামে এক শিক্ষকের ব্রেন স্ট্রোক হয়। অনশনে বসা এক শিক্ষিকার (রেবতি রাউত, যিনি দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়েছিলেন ) মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ যত দিন যাচ্ছে অনশন মঞ্চে বেড়ে চলেছে অসুস্থের সংখ্যা। আর শুক্রবার কলকাতার পার্শ্ব শিক্ষকদের আন্দোলন শেষ পর্যন্ত সংসদ অধিবেশন পর্যন্ত পৌঁছে গেলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*