গতবছর হামলা হয়েছিল ওয়েস্টমিনিস্টার ব্রিজে। মঙ্গলবার হামলা হল সরাসরি পার্লামেন্টে। সকালে সংসদভবনের বাইরে সিকিউরিটি ব্যারিকেডে ধাক্কা মারল একটি গাড়ি। তার আগে বেশ কয়েকজন পথচারী সেই গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। গাড়ির চালক সম্পর্কে পুলিশ জানিয়েছে, সে পুরুষ। পার্লামেন্টের সামনে কর্তব্যরত পুলিশকর্মীরা তাকে গ্রেফতার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এক ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাস্থলে বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ উপস্থিত। তবে গাড়িচালক সন্ত্রাসবাদী কিনা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে, চালকের উদ্দেশ্য কী ছিল।
২০১৭ সালের মার্চে খালিদ মাসুদ নামে ৫২ বছরের এক ব্যক্তি পার্লামেন্ট ভবনের কাছে চারজনকে ছুরি মেরে হত্যা করে। তাকে সেখানেই গুলি করে মারা হয়। পুলিশ জানিয়েছিল, সে সন্ত্রাসবাদী। এখন নিরাপত্তারক্ষীদের কড়া নজরের সামনে অস্ত্রশস্ত্র বা বিস্ফোরক নিয়ে হামলা করা জঙ্গিদের পক্ষে খুবই কঠিন হয়ে উঠেছে। তাই তারা কখনও ছুরি নিয়ে আক্রমণ করে। কখনও গাড়িচাপা দিয়ে মানুষ মারে। মঙ্গলবারের ঘটনার সঙ্গেও জঙ্গিদের যোগ থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
Be the first to comment