আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন৷ মঙ্গলবার এমনই প্রস্তাব পাঠাল সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি।
আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাবিনেট কমিটি প্রথম দফার বাজেট অধিবেশনের প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর৷ আগামী ৮ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে বসবে দ্বিতীয় দফার অধিবেশন৷ ২৯ জানুয়ারি দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির প্রস্তাবে এমনটাই বলা হয়েছে। কমিটির প্রস্তাবের উপর ভিত্তি করেই বাজেট অধিবেশন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷
কোভিড বিধি মেনেই চলবে বাজেট অধিবেশন৷ প্রতিদিন চার ঘণ্টা করে চলবে উভয় কক্ষের অধিবেশন৷ কোভিড পরিস্থিতির জেরে গত বছর শীতকালীন অধিবেশন বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ যা নিয়ে সরগরম হয়ে ওঠে দিল্লির রাজনীতি৷ এর আগে কোভিডের জেরে নির্ধারিত সময়ের ৮ দিন আগে মুলতুবি করা হয়েছিল বাদল অধিবেশনও৷ সংবিধান অনুসারে কোনও অধিবেশন বাতিল করা হলে তার ছয় মাসের মধ্যেই পরবর্তী অধিবেশন ডাকতে হয়৷ সেই নিয়ম মেনেই এবার সংসদে বসতে চলেছে বাজেট অধিবেশন৷
Be the first to comment