লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে প্রথমবার গৃহীত হল অনাস্থা প্রস্তাব, শুক্রবার হতে পারে ভোটাভুটি

Spread the love
২০ জুলাই শুক্রবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বুধবার স্পিকার সুমিত্রা মহাজন একথা জানিয়েছেন। যারা অনাস্থা এনেছে তাদের নাম উল্লেখ করে স্পিকার জানিয়েছেন, তেলুগু দেশমের কেইসিনি শ্রীনিবাস প্রস্তাবটি উত্থাপন করবেন। কারণ লটারিতে তাঁর নাম উঠেছে।এদিন সংসদের বাদল অধিবেশনের শুরুতেই মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি। কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “এই সরকার কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করছে। এই সরকারের আমলে প্রতিদিনই মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। আমকা অনাস্থা প্রস্তাব আনছি।” ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধি বলেছেন, কংগ্রেস আত্মবিশ্বাসী। অনাস্থার আগে সংখ্যা নিয়ে তারা চিন্তিত নয়।
এরইমধ্যে গণধোলাইয়ে হত্যার প্রতিবাদে সমাজবাদী পার্টি এহবং অন্ধ্রকে বিশেষ মর্যাদা দানের দাবিতে তেলুগু দেশম সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। একই গোলমালের জেরে ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। অন্যদিকে, কংগ্রেস মুসলিমদের পার্টি বলে রাহুলের কথিত মন্তব্য নিয়ে বিরোধীদের চেপে ধরতে তৈরি বিজেপি। বাজেট অধিবেশনের মতো এই অধিবেশনেও অচলাবস্থা জারি থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০০০ সালের পর গত অধিবেশনেই সবথেকে কম দিন সভা চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*