“মানুষের যাদের ওপর আস্থা নেই তারা বিধানসভায় বার বার অনাস্থা আনছে।” সাংবাদিকদের প্রশ্নে বিরোধীদের উদ্দেশ্যে বললেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, “অনাস্থা আনতে ১৫ দিন সময় লাগে। কাজেই পিএনবি ইস্যু নিয়ে কথা বলার মানে হয় না। তাও সুপ্রিমকোর্টের বিচারাধীন।” পাশাপাশি এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ধর্মান্তরকরনের বিষয়টি আমি প্রথম বলেছি বিধানসভায়।ওরা(বিরোধীরা) পুরনো বিষয় নিয়ে আসছে। এর জন্য মূলতুবির কি দরকার। যে কোন সময়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষন করে বলা যেতে পারে। অধ্যক্ষ তো সময় দেন।”
Be the first to comment