আবার মুকুলের কুৎসা, যোগ্য জবাব দিলেন পার্থ

Spread the love

উলুবেড়িয়া সভা থেকে শনিবার বিজেপি নেতা মুকুল রায় বলেন, “এ রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। বাম আমলের ৩৪ বছর ধরে বাংলা তো পিছিয়ে গেছে। তবে গত ৬ বছরে এই সরকারের আমলেও বাংলা পিছিয়ে যাচ্ছে। গত ৬ বছরে একটা শিল্প এ রাজ্যে হয়নি।” এদিন তিনি পুলিশকেও আক্রমণ করেন।

মুকুল রায়ের এই মন্তব্যের পাল্টাও দিয়েছে তৃনমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার ক্যানিংয়ে তৃণমূলের সভায় মুকুলের নাম না করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”কুত্সা করে লাভ হবে না। ভোটেই দাঁড়াননি। পাড়ার মোড় থেকে রেলমন্ত্রী বানিয়েছি। পাড়ার মোড় থেকে জাহাজমন্ত্রী বানিয়েছি। দলের প্রধান করেছি। আমাদের দলে থেকে সব ভোগ করলেন, আর আমাদেরই লাথ মারলেন। এখন সেই দলের বিরুদ্ধে কুৎসা করছে। এতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। ছিল রেলের মাল সাপ্লায়ার হয়ে গেল রেলমন্ত্রী।” এরপরই পার্থর কটাক্ষ,  বিজেপিকে বলছি ভাল কোচ দেখুন, এ কোচ কোনওদিন মাঠেই নামেননি।

এদিন ক্যানিং-এ নোটবন্দির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভায় মন্ত্রী পার্থ চ্যাটার্জী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন চ্যাটার্জী, এম পি প্রতিমা মন্ডল এবং বিধায়ক শ্যামল মন্ডল ও সৌকত মোল্লা।

ছবিঃ শুভেন্দু দাস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*