রিপোর্টার – রফিকুল জামাদার –
সঠিক তথ্য তাঁদের কাছে নেই। তাঁরা যে মনোভাব ব্যক্ত করেছেন, সঠিক তথ্য থাকলে অন্যভাবে ব্যক্ত করতেন। আজ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বুদ্ধিজীবীদের মন্ত্যবের পরিপ্রেক্ষিতে বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। মমতার সঙ্গেও আছে। দেখা হলে সঠিক তথ্য দিয়ে বোঝাবো।
অবাক হচ্ছি ১৯৮৮ সাকের ভোট দেখেননি। ২০০৩ এর পঞ্চায়েত এ ১১৮ জন নিহত হন। নিজের মনে হয় অন্যদের অতিরঞ্জিত প্রচার দেখে মনে হয়েছে শাসক দল করছে। সঠিক তথ্য দেব ৮৮ সালে বিরোধীরা যা মনোনয়ন জমা দেন তার থেকে বেশি মনোনয়ন বিরোধীরা জমা দিয়েছেন।
দিলীপবাবু নিজেই বলেছেন ৪০০০০ আসনে প্রার্থী দিয়েছেন। প্রায় ৭০০০০ এর মত মনোনয়ন জমা দিয়েছেন।
যে ধারণা নিয়ে একদিন তারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন তা অটুট থাকবে।
গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিতে গেলে বুথে বুথে শক্তি থাকা দরকার।
কোর্টের শুনানি নিয়ে বলেন,
আগের দিন যখন ইলেকশনে কমিশনে যাই তখনই বলি বিচারকের ওপর আস্থা আছে। মানুষের দরবারে আমরা আছি থাকবো।
Be the first to comment